দুঃসংবাদ! প্রয়াত জনপ্রিয় অভিনেতা, শোকের ছায়া বিনোদন দুনিয়ায়

অভিনেতা সাইমন ফিশার

গোটা হলিউড জুড়ে নেমে এলো শোকের ছায়া। প্রয়াত হ্যারি পটার খ্যাত অভিনেতা সাইমন ফিশার-বেকার। গতকাল অর্থাৎ ১০ মার্চ মৃত্যু হয় তার। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৬৩ বছর।

খবরটি নিশ্চিত করেছেন অভিনেতার ম্যানেজার। সংবাদমাধ্যমকে তিনি জানান, আজ আমি শুধু আমার ক্লায়েন্টকে নয়, একজন কাছের বন্ধুকে হারালাম। ১৫ বছর ধরে আমার পাশে ছিলেন তিনি। এই ক্ষতি অপূরণীয়।’

অভিনেতা সাইমন ফিশার

‘ডক্টর হু’ নামক একটি জনপ্রিয় সিরিজে অভিনয় করেছিলেন। এছাড়াও লাভ স্যুপ, আফটারলাইফ, ওয়ান ফুট ইন দ্যা গ্রেভ নামক ব্রিটিশ টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছিলেন। আচমকাই তার মৃত্যুর খবর মেনে নিতে পারছেন না বিনোদন দুনিয়া।

অভিনেতা সাইমন ফিশার

সূত্রঃ bangla . hindustantimes . com