দুই নারীকে নিয়ে বড়পর্দায় তৈরি হয় পরিচালক সুমন্ত্র বাংলা ছবি ‘ঘাসজমি’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ‘হরগৌরী পাইস হোটেলের’ নায়িকা ঐশানি ওরফে অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায় এবং সঞ্জিতা। সেই ছবি এবার ৮৭টি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। পেয়েছে একাধিক পুরস্কার।
ঐশানি ওরফে শুভস্মিতা অভিনীত ছবি ‘ঘাসজমি’র থলেতে রয়েছে জাতীয় পুরস্কারও। তবে প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। এই ছবির হাত ধরেই বড়পর্দায় পা রাখলেন ছোটপর্দার ঐশানি।
দুই নারীর গল্প ফুটে উঠবে গল্পে। একজনের নাম বর্ণা, যার বয়স ২৪ বছর। সে সোশ্যাল অ্যান্থ্রোপোলজি নিয়ে পড়াশোনা করছে। তাঁর গবেষণার মূল বিষয় হল বাঙালি গৃহবধূ। পড়াশোনা এবং গবেষণার খাতিরেই তাঁর সঙ্গে আলাপ হয় এক বাঙালি গৃহবধু ইপ্সিতার সঙ্গে। একটা সময় ইপ্সিতা থিয়েটারের সঙ্গে যুক্ত ছিল কিন্তু পরিস্থিতির চাপে তার স্বপ্ন নষ্ট হয়ে যায়। ইপ্সিতাকে কিভাবে তার বন্ধু বর্ণা স্বপ্নের দৌড়ে পৌঁছে দেবে তা নিয়েই ছবির গল্প।