বাংলা কমার্শিয়াল ছবির পরিচালনায় নজির গড়েছেন হরনাথ চক্রবর্তী। বহু বছর বাংলা সিনেমার জগত তার দেখা মিলছিল না। যদিও বহু বছর পর আবার ইন্ডাস্ট্রিতে ফিরে এসেছেন তিনি।
শোনা যাচ্ছিল, নতুন কাজ শুরু করতে চলেছেন হরনাথ চক্রবর্তী। আর তার মধ্যেই তাড় জীবনে নেমে এলো কালো ছায়া। নিজের জীবনসঙ্গিনীকে হারালেন পরিচালক।
মঙ্গলবার সকালে স্ত্রীকে হারালেন পরিচালক। জানা যাচ্ছে, হরনাথ চক্রবর্তীর স্ত্রী বুলা চক্রবর্তী দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। হাসপাতালে ভর্তি ছিলেন। তবে শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার সকাল ১০:৩৫ মিনিয়ে প্রায়ত হন বুলা চক্রবর্তী। স্ত্রীকে হারিয়ে ভেঙে পড়েছেন পরিচালক।