‘শুভ জন্মদিন মা! যখন তুমি নাচো…’, মায়ের জন্মদিনে লম্বা পোস্ট শান্তনু মৈত্রর

শান্তনু মৈত্রর মা

আজ বিখ্যাত সুরকার শান্তনু মৈত্রের মা মঞ্জু মৈত্রের শুভ জন্মদিন। প্রায় ৮৩ বছরে পা রাখলেন মঞ্জু দেবী। মায়ের জন্মদিনে প্রত্যেক সন্তানের কাছে খুবই স্পেশাল। তাই তো সকাল সকাল মায়ের জন্য সোশ্যাল মিডিয়ায় নিজের মনের কথা উজাড় করে দিলেন শান্তনু মৈত্র।

অনেকেই হয়তো জানেন একজন অসাধারণ নৃত্যশিল্পী। এই বয়সেও রবীন্দ্রসংগীতের তালে অসাধারণ নৃত্য পরিবেশ করেন মঞ্জু দেবী। আর মাঝেমধ্যেই মায়ের নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় গর্বের সাথে পোস্ট করেন।

মায়ের জন্মদিনে মায়ের নৃত্য পরিবেশনের একটি সুন্দর ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শান্তনু মৈত্র লেখেন, “শুভ জন্মদিন, মা। সারা জীবন, আমি চেয়েছি পৃথিবী তোমার মধ্যে সেই জাদু দেখুক যা আমি দেখেছি—বিশেষ করে যখন তুমি নাচো। পাঙ্খের সাথে সেই স্বপ্ন অবশেষে বাস্তবে রূপ নিচ্ছে। তুমি এমন একটি গানে নাচছো যার মধ্যে কৌশিকী তার আত্মা ঢেলে দিয়েছে, এবং ১১ জুলাই, পৃথিবী আমার অনুভূতি অনুভব করবে। তোমার নাচ, তোমার চেতনা, তোমার ভালোবাসা—প্রতিটি হৃদয়ে স্থান করে নেবে। এটি পাঙ্খের শুটিংয়ের একটি ছবি।”