বাংলা সিরিয়ালের পরিচিত মুখ হানি বাফনা। বকুল কথা থেকে শুরু করে শুভ বিবাহ, প্রথমা কাদম্বিনী থেকে শুরু করে গয়না গিন্নি, অভিনেতার ঝুলিতে রয়েছে বহু হিট ধারাবাহিকের নাম। তবে এবার ধারাবাহিকের গন্ডি পেরিয়ে নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন অভিনেতা।
এই মুহুর্তে অভিনেতাকে দেখা যাচ্ছে শুভ বিবাহ ধারাবাহিকে। নতুন অধ্যায়ে পা দিতেই কি ধারাবাহিক ছেড়ে দেবেন হানি? জানা যাচ্ছে, ওয়েব সিরিজের পর্দায় পাড়ি দিলেন হানি বাফনা।
জানা গিয়েছে, চিরঞ্জিত অভিনীত ‘নিকষছায়া ২’ সিরিজে অভিনয় করবেন হানি। এই ভৌতিক সিরিজে নাকি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অভিনেতা। তবে হ্যাঁ, ধারাবাহিক ছাড়ছেন না অভিনেতা বরং ধারাবাহিকের পাশাপাশি ওয়েব সিরিজের কাজ করবেন তিনি।
২০২৩ সালে মুক্তি পেয়েছিল ‘পর্ণশবরীর শাপ’। প্রথম সিরিজটি মুক্তি পাওয়ার পরেই দর্শকদের মধ্যে যেভাবে সেটি সাড়া ফেলে দিয়েছিল তারপর আবার ২০২৫ সালে নতুন মোড়কে মুক্তি পায় ‘নিকষছায়া’। এবার সেই সিরিজের দ্বিতীয় ভাগ মুক্তি পাবে এবার।

