আশাকরি মিঠাই ধারাবাহিকের কথা কেউ ভোলেননি। আর ভোলা সম্ভবও না। কারণ মিঠাই আর সিদ্ধার্থ মোদকের জুটি তো এভারগ্রিন। মিঠাই ধারাবাহিকে মিঠাই চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু এবং সিদ্ধার্থ মোদকের ভূমিকায় অভিনয় করেছেন আদৃত রায়।
আদৃত রায়ের ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন খুদে সদস্য ধৃতিষ্মান চক্রবর্তী। মিঠাই ধারাবাহিক শেষ হয়ে গেলেও বাবা আর ছেলের বন্ডিং এখনো বন্ধুত্বের। ধৃতিষ্মানকে ছেলের মতোই স্নেহ করেন আদৃত।
আদৃতের মতোই তার অনস্ক্রিন ছেলে অর্থাৎ ধৃতিষ্মান খুব সুন্দর গান গায়। রক্তের সম্পর্ক না হলেও আদৃতের সঙ্গে ভালো মিল ধৃতিষ্মানের। এবার অনস্ক্রিন বাবার জন্য সোশ্যাল মিডিয়ায় গান ধরলেন ধৃতিষ্মান। সম্প্রতি নিজের ফেসবুকে লাইভে এসে ধৃতিষ্মান একটি গান করে আদৃতের উদ্দেশ্যে। ক্যাপশনে লেখেন, ‘আদ্রিত আঙ্কেল এটা তোমার জন্য তোমার গান #হোশ 😎এই প্রাণবন্ত গানটির কয়েকটি লাইন সুর করার চেষ্টা করলাম।’