চাকরি ছেড়ে অভিনয় জগত! ক্যারিয়ারের শুরুতে জুটেছিল চরম অপমান, মুখ খুললেন ‘গুড্ডি’র যুধাজিৎ ওরফে অভিনেতা দেবোত্তম

অভিনেতা দেবোত্তম মজুমদার

‘গুড্ডি’ ধারাবাহিকের যুধাজিৎ-এর চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন অভিনেতা দেবোত্তম মজুমদার। যদিও এই প্রথম নয়। বহু বছর ধরেই ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। নিজের সাবলীল অভিনয় দিয়ে অনেক আগে থেকেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। তাঁর অভিনীত বহু পুরনো ধারাবাহিক ‘কেয়া পাতার নৌকা’ আজও চর্চায় থাকে।  বলাই বাহুল্য বাংলা চলচ্চিত্র জগতের একজন সফল অভিনেতা তিনি।

পর্দার মতোই দেবোত্তম খুব ঠাণ্ডা স্বভাবের মানুষ। বাস্তবেও ভীষণ ফ্যামিলি ম্যান। ইন্ডাস্ট্রিতে বন্ধুবান্ধবের সংখ্যা হাতে গোনা। পরিবারকে সময় দিতেই ভীষণ পছন করেন। তবে এত ভালো একজন অভিনেতা হওয়া সত্ত্বেও ইন্ডাস্ট্রিতে প্রথমদিকে মিলেছেন চরম অপমান। সেই প্রসঙ্গেই এক ইউটিউব চ্যানেলে মুখ খুলতে দেখা গেল অভিনেতাকে।

প্রায় ১৪ বছর এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন দেবোত্তম। স্নেহাশীষ চক্রবর্তীর ইটিভি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ দিয়ে অভিনয়ের হাতেখড়ি। পরবর্তীকালে লীনা গাঙ্গুলির লেখা  ‘কেয়া পাতার নৌকা’ তাঁকে রাতারাতি জনপ্রিয় শীর্ষে নিয়ে গেছে। এরপর আর ফিরে তাকাতে হয়নি। এই মুহূর্তে দাঁড়িয়ে ছোটপর্দার একজন জনপ্রিয় অভিনেতা তিনি।

একটা সময়  মেডিকেল রিপ্রেজেন্টিভের কাজ করতেন। কিন্তু থিয়েটার মানুষ তাই একসময় তাঁর মনে হয় চাকরি ছেড়ে অভিনয় জগতে আসবেন। আচমকাই চাকরির ছেড়ে দেন। প্রথমদিকে অভিনেতা বাবা-মা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন ছেলেকে। কিন্তু সেই সময় পাশে ছিল তাঁর প্রেমিকা যিনি এখন দেবোত্তম বর্তমান স্ত্রী।

এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, “একসময় একবার এনটিওয়ানন স্টুডিওতে কোন একজন অভিনেতার সাথে তিনি দেখা করতে গিয়েছিলেন। চরম অপমান করা হয়েছিল তাঁকে। স্টুডিওতে ঢুকতে দেওয়া তো হয়নি এমনকি ঘাড় ধাক্কা দেওয়াটা বাকি ছিল। সেদিনের সেই ব্যক্তির ব্যবহারে চোখে এসে গিয়েছিল তাঁর। কিন্তু সেদিনের অপমানটা তিনি কাজের মাধ্যমে দিয়েছেন। যদিও এই সময় অভিনেতা সেই ব্যক্তিটির কৃতজ্ঞ। কারণ সেদিনের অপমানটার জন্যই তিনি এতকিছু পেয়েছেন আজ। দেবোত্তম মতে, যেকোনো শিল্পীর সাফল্য লাভের আগে জীবনে অপমান হওয়া এবং ধাক্কা খাওয়াটা খুব দরকার”।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here