স্টার জলসার আসছে নতুন মেগা ধারাবাহিক ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। এই মেগা ধারাবাহিকের হাত ধরে বহুদিন পর পর্দায় ফিরছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। ইতিমধ্যে সেই প্রোমো পর্দায় প্রকাশ পেয়েছে।
নিয়ম অনুযায়ী, নতুন মেগার জন্য জায়গা ছেড়ে দিতে হবে কোনও পুরনো মেগাকে। যদিও বর্তমানে ধারবাহিকের মেয়াদ কাল খুবই অল্প। তাহলে এই মেগার জন্য কোন মেগার কোপ পরতে চলেছে?
শোনা যাচ্ছে, বন্ধ হয়ে যেতে পারে স্টার জলসার জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’। কারণ ঊষসী রায় এবং সুস্মিত চট্টোপাধ্যায়কে এই মেগার জায়গায় আসতে পারে স্বস্তিকার নতুন মেগা ধারাবাহিক। সেক্ষেত্রে মাত্র ১০ মাঝেই বন্ধ হয়ে যেতে পারে। এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে। এখন শুধু অফিশিয়ালি ঘোষণার অপেক্ষায়।