খালি গলাতেও অসাধারণ গান! রানু মন্ডল-ভুবন বাদ্যকরের পর বর্ধমানের মিলন কুমারের গান প্রাণ জুড়িয়ে দেয়

মিলন কুমার

আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে সাধারণ মানুষের বিভিন্ন প্রতিভা ফুটে ওঠে। যেমন ধরুণ ‘কাঁচা বাদাম’ গায়ক ভুবন বাদ্যকর। বীরভূমের এই বাদাম কাকু মাত্র একটা গান গেয়েই সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি ভাইরাল হয়েছিল। তার গানের গলাও ব্যাপক প্রশংসিত হয়েছে। এখন তার আকাশছোঁয়া জনপ্রিয়তা।

আবার রানাঘাট স্টেশনের রানু মন্ডল, স্টেশনে বসে গাওয়া তার গানও একসময় মাতামাতি হয়েছিল ব্যাপক। এমনকি হিন্দিতে গান গাওয়ার সুযোগ পায়। তেমনি আবারও এক সাধারণ মানুষের প্রতিভা ফুটে উঠল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

রানু মন্ডল-ভুবন বাদ্যকরের পর আরেক শিল্পীর খোঁজ পাওয়া গেল। নাম মিলন কুমার। বর্ধমানের এই বাসিন্দা গরিব দুস্থ পরিবার থেকে উঠে আসা এক অসাধারণ শিল্পী। যার গলায় রয়েছে ম্যাজিক। বর্ধমান এলাকার লোকাল ট্রেন যারা যাতায়াত করেন তারা হয়তো তাকে চেনেন। ট্রেনগুলিতে ঘুরে ঘুরে গান করেন তিনি।

ছোট থেকে আলাদা করে কখনো গানের চর্চা করেননি। বাবার কাছ থেকেই গান শিখেছেন। খালি গলাতেও অসাধারণ গান করেন মিলন কুমার। তার গানের গলা শুনলে মন জুড়িয়ে আসে। কিন্তু মঞ্চে কখনো গান গাওয়ার জন্য কেউ ডাকেনি।

ট্রেনের মধ্যে গান করতে করতেই আচমকাই ক্যামেরাবন্দি হয়েছিলেন এই শিল্পী। ব্যাস, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বর্ধমানে তিনি এখন ভাইরাল। যদিও বাদাম কাকুর মতো সর্বত্র তার গান এখনও পৌঁছায়নি। কিন্তু তার গাওয়া গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই গোধূলি বেলা মিউজিক সংস্থার তরফ থেকে অফার পেয়েছেন। এমনকি অনেক জায়গা থেকে এখন তাকে মানুষ গান গাওয়ার জন্য ডাকছে। খুব শীঘ্রই মিলন কুমারের একটি মিউজিক ভিডিও লঞ্চ হতে চলেছে।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here