
অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়, অভিনয় জগত কে চিরবিদায় জানিয়ে অনেক আগেই চলে গিয়েছেন। তবুও তার স্মৃতি, তার বলা কথা আজও মনের মণিকোঠায় রেখেছেন অভিনেতার নাতনি অর্থাৎ শ্বাশত কন্যা হিয়া চ্যাটার্জী।
সম্প্রতি ৫ জুলাই ছিল শুভেন্দু চট্টোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী। এদিন দাদুভাইয়ের স্মৃতিচারনে কিছু কথা শেয়ার করলেন নাতনি হিয়া। হিয়ার কথায়, ‘সম্পর্কে ‘দাদু’ হয়েও শুভেন্দু চট্টোপাধ্যায় কখনও কখনও বাবার ‘ছায়া’ হয়ে গিয়েছেন! ধরুন, আমি অসুস্থ। মা ওষুধ আনতে গিয়েছেন। বাবা কাজে। দাদুভাই আমায় কোলে নিয়ে ঘুরেছেন। ঠিক বাবার মতো। হবে না-ই বা কেন? দাদুভাইয়ের প্রথম নাতনি আমি। ভীষণ আদরের ছিলাম।’
বাবার মুখে শুনেছি দাদু বলতেন, ‘মনখারাপ হতে দেবে না। মনখারাপ হলেই চার্লি চ্যাপলিনের আত্মজীবনী পড়ো। আর মনখারাপ থাকবে না।’ কথাটা আমার মন ছুঁয়ে গিয়েছে। আমিও সময় পেলে পড়ব।’
‘আমিও দাদু-বাবার পথে হাঁটতে চলেছি, ভাবলেই গর্বে বুক ভরে ওঠে। সেই ঐতিহ্য বহনের দায় এখন আমার কাঁধে।’