অবাঙালি হলেও পর্দায় অসাধারণ বাংলা বলেন ‘গ্রামের রানী বীণাপাণি’র অভিনেত্রী অ্যানমেরি টম

অভিনেত্রী অ্যানমেরি টম

৮ মাস আগে স্টার জলসায় শুরু হয়েছিল ‘গ্রামের রানী বীণাপাণি’ ধারাবাহিক। প্রথম থেকে দর্শকের একাংশ ধারাবাহিকটি পছন্দ করছেন। গ্রাম-বাংলার নির্ভীক এবং প্রতিবাদী মেয়ে ‘বীণাপাণি’কে নিয়ে তৈরি ধারাবাহিকের গল্প।

গ্রামের দীন-দরিদ্র কৃষক এবং শ্রমিকদের জন্য লড়াই করতে বীণাপাণি কখনও পিছুপা হয় না। টিভির পর্দার এমন সাহসী চরিত্র বেশ পছন্দ করছেন দর্শক। ‘গ্রামের রানী বীণাপাণি’ ধারাবাহিকে বীণাপাণি চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অ্যানমেরি টম (Annmary Tom)। যিনি টলিপাড়ার একেবারেই নতুন মুখ। তার বিপরীতে রয়েছেন “প্রথমা কাদম্বিনী” ধারাবাহিকে “দ্বারকানাথ” অর্থাৎ অভিনেতা হানি বাফনা।

অভিনেত্রী অ্যানমেরি টম

অভিনেতা হানি বাফনা দীর্ঘদিন ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত তবে অভিনেত্রী অ্যানমেরি টম এই প্রথমবার টিভির পর্দায় অভিনয় করছেন। বাংলায় বড় হয়েছেন ঠিকই কিন্তু অভিনেত্রী অ্যানমেরি টম অর্ধেক বাঙালি, অর্ধেক মালায়লি। আগে মডেলিং জগতের সঙ্গে যুক্ত ছিলেন অ্যানমেরি।

বীণাপাণি অর্থাৎ অভিনেত্রী অ্যানমেরি টম ব্যারাকপুরের বাসিন্দা। তার নামই বলে দিচ্ছে তিনি বাঙালি নন। জন্মসূত্রে তিনি মালায়ালি-বাঙালি। অভিনেত্রীর মা বাঙালি হলেও বাবা একজন মালায়ালি। শুধু রূপেই নয় গুণেও অনুরাগীদের মন কেড়েছেন এই মেয়েটি। অভিনয়ের পাশাপাশি দুর্দান্ত নাচও করেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Annmary Tom (@tomannmary)

ব্যারাকপুরের সেন্ট কার্লেট স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন অ্যানমেরি। তারপর কলেজে পড়ার জন্য কলকাতায় চলে আসেন। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা শেষ করে এবং ২০১৮ সালে স্নাতকোত্তর পাশ করেন। পড়াশোনার সঙ্গে সঙ্গেই নাচের প্রশিক্ষণ নিতেন তিনি।

কয়েকদিন আগে একটি জুয়েলারি সংস্থার হয়ে মডেলিং করতে দেখা গিয়েছে অ্যানমেরিকে। জুয়েলারি সংস্থা ছাড়াও শাড়ির বিজ্ঞাপনেও কাজ করেছেন অভিনেত্রী। মডেলিং করতে করতেই ধারাবাহিকে কাজ করার সুযোগ পেয়ে যান। তাও আবার লিড রোলে। অর্ধেক বাঙালি হলে খুব সুন্দর করে নিজের চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তুলতে পেরেছেন। ইতিমধ্যেই ভালো ফ্যান ফলোয়ার্স অর্জন করে নিয়েছেন এই অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

সূত্রঃichorepaka . in/grammar-rani-binapani-serial-cast/

1 Comment

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here