স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হল ‘গোধূলি আলাপ’। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা কৌশিক সেন এবং নবাগতা নায়িকা সোমু সরকার। ধারাবাহিক শুরু হয় বিকেলের স্লটের হাত ধরে। সেই সময় তেমন টিআরপি পাচ্ছিল না কিন্তু সোশ্যাল মিডিয়ায় দর্শকের প্রতিক্রিয়া দেখে বোঝা গিয়েছিল তারা নোলক-অরিন্দমের জুটিকে কতটা পছন্দ করেন।
তবে একের পর এক নতুন ধারাবাহিক আগমনে চ্যানেল কর্তৃপক্ষ ধারাবাহিকের সময় পরিবর্তন করে দেয়। বিকেলের স্লট থেকে রাত ১০.৩০ তাঁর স্লটে নিয়ে যাওয়া হয় এই ধারাবাহিককে। অনেকেই খুশি ছিলেন না চ্যানেলের এই সিদ্ধান্তে। ‘গোধূলি আলাপ’ দর্শকের একটি প্রিয় ধারাবাহিক। তাই এই ধারাবাহিক সঠিক সময়ে দেওয়ার জন্য চ্যানেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছিল ভক্তরা।
অন্যদিকে, সময় পরিবর্তন করেই বাজিমাত করল সোমু সরকারের ‘গোধূলি আলাপ। বিপরীত চ্যানেলে সম্প্রচারিত হওয়া ‘উড়ন তুবড়ি’কে হারিয়ে চলতি সপ্তাহে স্লট লিডার এই ধারাবাহিক। আগের চেয়ে অনেকটাই বেড়েছে ধারাবাহিকের টিআরপি। বলাই বাহুল্য, অরিন্দমকে দিয়ে ভালোবাসার কথা প্রকাশ করানোর জন্য নোলকের স্মৃতি শক্তি হারিয়ে যাওয়ার নাটকে বেশ মজা পাচ্ছেন দর্শক।