বাংলা সিনেমার চেয়ে দর্শকের কাছে বাংলা সিরিয়ালের চাহিদা বেশি। সন্ধ্যা হলেই প্রিয় ধারাবাহিক দেখার জন্য অধীর আগ্রহে মুখিয়ে থাকেন দর্শক। তবে আজকাল টিআরপি রেটিং হয়ে উঠেছে বাংলা সিরিয়ালের মূল কেন্দ্রবিন্দু।
বাংলা সিরিয়ালের অস্তিত্ব নির্ভর করছে টিআরপির উপর। এদিকে বাংলা ধারাবাহিকের টিআরপি ক্রমশ কমছে। আগে ধারাবাহিকের টিআরপি ৯/১০ ছিল। এমনকি মাঝেমধ্যে ১২ অবধি রেটিং উঠে আসত কিন্তু আজকাল মাত্র ৭/৮ গিয়েই থেকে টিআরপি।
টিআরপি কমলেই হঠাৎ বন্ধ করে দেওয়া হচ্ছে ধারাবাহিকগুলি। বেশ কিছু এমন ধারাবাহিক যারা দর্শকের মহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে কিন্তু টিআরপির অভাবে অথবা প্রোডাকশন হাউসের সাথে মত বিরধে তড়িঘড়ি করে বন্ধ করে দিচ্ছে চ্যানেল। যেমন মেয়েবেলা, বালি ঝড় এর মতো একাধিক ধারাবাহিক।
আর যার কারণে দর্শকের মধ্যে কমছে ধারাবাহিক দেখার আগ্রহ। এর মধ্যে আরও একটা কারণ হল একঘেয়ে একগুচ্ছ নতুন ধারাবাহিক। প্রোডাকশন হাউস নতুন ধারাবাহিক আনার জন্য চটজলদি বন্ধ করে দেওয়া হচ্ছে পুরনো ধারাবাহিক। এই ভাবে চলতে থাকলে বাংলা ধারাবাহিকের ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়বে। এমনটাই মত সিরিয়ালপ্রেমীদের। এর জেরে আজকাল বেশ কিছু নবাগতা অভিনেত্রীরা প্রথমেই ফ্লপ তকমা লাগিয়ে নিচ্ছে।