দীর্ঘ ৩৫ বছর ধরে বলিউডে রাজ করছেন কিংবদন্তি অভিনেতা গোবিন্দা। একসময় ‘কুলি নং ১’, ‘ভাগমভাগ’ এবং ‘পার্টনার’ এর মত একাধিক জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তবে এবার গোবিন্দার পর তার ছেলে যশবর্ধন আহুজা (Yashvardhan Ahuja) বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন।
জানা যাচ্ছে চলতি বছরেই বলিউডে ডেবিউ করবেন গোবিন্দা পুত্র যশবর্ধন। আর সেই ছবির পরিচালনা করবেন জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক সাই রাজেশ। ছবির প্রযোজনায় থাকবেন মধু মান্তেনা, আল্লু অরবিন্দ এবং এসকেএন ফিল্মস।
আসন্ন নতুন ছবিতে গোবিন্দা পুত্র যশবর্ধনের সঙ্গে কোন অভিনেত্রী জুটি বাঁধবেন, তা নিয়েই দর্শকমহলে উত্তেজনা তুঙ্গে।
ছবি নির্মাতারা এই ছবির জন্য একটা নতুন জুটি চেয়েছিলেন। লিড রোলের জন্য যশবর্ধনকে নির্বাচন করা হলেও বিপরীতে নায়িকার চরিত্রের জন্য আপাতত অডিশন চলছে। এখন পর্যন্ত ১৪,০০০টি অডিশন ক্লিপ পাওয়া গেছে। আশা করা যায় তাদের মধ্যে থেকেই কোন একজনকে নির্বাচন করা হবে।