টলিউড থেকে বলিউডে একের পর এক বিয়ের সুখব্রের মাঝেই বিবাহ বিচ্ছেদের খবর শোনা যাচ্ছে। এমনকি জানলে অবাক লাগছে দীর্ঘ জীবনের সুখী দাম্পত্য ভেঙে যাচ্ছে আচমকাই। তাহলে কি ডিভোর্স এখন ট্রেন্ড হয়ে উঠছে?
এবার ডিভোর্সের পথে বলি অভিনেতা গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজা। বলি পাড়ায় এমনটাই কানাঘুষো শোনা যাচ্ছে। ৩৭ বছরের সুখী দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছেন তারা। কিন্তু আচমকাই কি এমন হল?
বলি পাড়ার গুঞ্জন, এই বয়সে এসে নাকি পরকীয়ায় জড়িয়েছেন গোবিন্দা। আর তৃতীয় ব্যক্তির জন্যই নাকি ডিভোর্সের পথে হাঁটতে চলেছে তারা।
এক মারাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছে গোবিন্দা। আনন্দ বাজার অনলাইনের খবর অনুযায়ী, এক সাক্ষাৎকারে গোবিন্দার পত্নী সুনীতা জানিয়েছেন, ‘আগে আমাদের দাম্পত্যে সুরক্ষিত বোধ করতাম। কিন্তু এখন আর করি না। এখন ওর ৬০-এর বেশি বয়স। জানি না, কখন কী করবে