দেব আর ইধিকার ‘খাদান’ ছবির গান ‘কিশোরী’তে এক সময় মেতে উঠেছিল আট থেকে আশি। বাংলার ট্রেন্ডিং সং হয়ে উঠেছিল। বিশেষ করে ছবির নায়িকা কিশোরীর নাচে ঝড় উঠেছিল পুরুষদের মনে। আজও তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে কিশোরী হিসাবেই পরিচিত।
তবে জানেন কি, কিশোরী গানে শুধু বাংলার মানুষ নন, বলিউডের স্বয়ং অভিনেতা গোবিন্দাও মুগ্ধ। বিশ্বাস হচ্ছে না নিশ্চয়ই? তবে এটা একেবারেই সত্যি। এমনকি স্বয়ং তিনি ইধিকাকে প্রশংসাও জানিয়েছেন।
সম্প্রতি মথুরাপুরে অনুষ্ঠান করতে গিয়ে মঞ্চে দেখা হয় গোবিন্দা আর ইধিকার। একই মঞ্চে বলিউড অভিনেতার পাশে দাঁড়িয়ে আনন্দে আত্মহারা নায়িকা।
আনন্দবাজার অনলাইনের কাছে গোবিন্দার প্রসঙ্গে ইধিকা জানিয়েছেন, “ছোটবেলা থেকে ওঁর ছবি দেখে, গান শুনে বড় হয়েছি। খুব উত্তেজিত ছিলাম। খুবই ভাল অভিজ্ঞতা। উনি আমাকে আগামী ছবির জন্য শুভেচ্ছাও জানিয়েছেন। এখনও অনেক অনুষ্ঠানে ওঁর গান বাজে। সেখানে ওঁর সঙ্গে একই মঞ্চ ভাগ করে নিয়ে খুবই ভাল লাগছে। উপরি পাওনা ছিল ওঁর গানের তালে পা মেলানো। উনি বলেছেন, আমার ‘কিশোরী’ গানটি শুনেছেন। ভাল লেগেছে। সেই প্রশংসা শুনে আমারও খুব ভাল লেগেছে।”

