বাংলা টেলিভিশনের মেগা ধারাবাহিকের এমন কিছু চরিত্র রয়েছে যা আজীবন দর্শকের মনে ছাপ ফেলে যায়। সেটা খল হোক মুখ্য। তেমনি একটি চরিত্র হল ‘মেহেন্দি’। জি-বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিকে নায়িকা’র পাশাপাশি খলচরিত্র ‘মেহেন্দি’ দারুণ পপুলার।
ধারাবাহিকের শুরুতেই ‘মেহেন্দি’ চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী সঞ্চারী মন্ডল। তবে অভিনয় ছেড়ে দেওয়ার পর এই মেগা থেকে অল্প কিছুদিনের মধ্যেই সরে আসেন তিনি। আর সেই জায়গা নেন অভিনেত্রী ঋতু রাই আচার্য।
নিজের অভিনয় দিয়ে নতুন করে ‘মেহেন্দি’ চরিত্রে প্রাণ ঢালেন তিনি। খল হলেও এই চরিত্রটি ধারাবাহিক জনপ্রিয়তার পিছনে প্রচুর অবদান রয়েছে। এই চরিত্রের হাত ধরে ঋতু রাইয়ের জনপ্রিয়তার গ্রাফ রাতারাতি পাল্টে যায়।
টানা তিন বছর পর অবশেষে ঝাঁপ বন্ধ হচ্ছে এই মেগার। তিন বছরে জনপ্রিয়তার একটুও ভাটা পড়েনি। তবুও গল্প শেষ হওয়ায় এই মেগা বন্ধ করার সিদ্ধান্ত নিতে হয়। গতকাল শেষ হল এই মেগার অন্তিম যাত্রা। স্বাভাবিকভাবেই মন খারাপ গোটা। মন খারাপ ‘মেহেন্দি’ চরিত্রে প্রাণ সৃষ্টিকারী অভিনেত্রী ঋতুরও।
শেষদিনে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, “বিদায় মেহেন্দি…অনস্ক্রিনে কিছু চরিত্র শেষ হয় কিন্তু সারাজীবন হৃদয়ে থেকে যায়। তাদের মধ্যে মেহেন্দি একজন। সবকিছুর জন্য ধন্যবাদ।”

