ভালো গল্প টিকল না! মাত্র ৪ মাসেই শেষ ‘যোগমায়া’, হতাশ দর্শক

যোগমায়া

বন্ধ হয়ে গেল জি-বাংলার নতুন ধারাবাহিক ‘যোগমায়া’। সোমবার ধারাবাহিকের শেষ শুটিং হয়েছে এমনটাই সূত্রের খবর। ধারাবাহিকে নামভূমিকায় ছিলেন অভিনেতা সৈয়দ আরোফিন এবং অভিনেত্রী নেহা আমনদীপ।

এই ধারাবাহিকের হাত ধরেই প্রায় আড়াই বছর পর পর্দায় ফিরেছিলেন এই অভিনেত্রী। তবে কপাল খারাপ। মাত্র ৪ মাসেই ধারাবাহিকের ইতি টানল চ্যানেল।

প্রথম থেকেই টিআরপি তুলতে পারেনি ‘যোগমায়া’। স্লট পরিবর্তন করে সুযোগ দেওয়া হয়। কিন্তু নতুন স্লটেও ব্যর্থ। কোনমতেই টিআরপি বাড়ছে না। তাই শেষ রক্ষা হল না।

আর এই খবরে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ক্ষোভপ্রকাশ করেছেন দর্শক। অনেকের মতেই ‘ভালো গল্প হয়ে টিকল না এই ধারাবাহিক’।