ছোটপর্দায় কিছু জুটি রয়েছে যা এভারগ্রিন। তাদের মধ্যে একটি হল প্রতীক-সোনামণি’র জুটি। এক্কা দোক্কা ধারাবাহিকে এই জুটিকে শেষবারের মতো পর্দায় দেখা গেছে। তবে এই জুটির ক্রেজ কিছু মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চোখে পরে।
সোনামণি আর প্রতীকের একসঙ্গে ছবি পোস্ট হোক বা ছবির পোস্টে একে অপরের কমেন্ট হোক, যা নিয়ে বেশ উত্তেজিত থাকেন সোনাতিক ফ্যানেরা। এখানে তাদের জন্য রয়েছে খুশির খবর।
ফের ছোটপর্দায় ফিরতে চলেছে প্রতীক আর সোনামণি’র জুটি। না, কোনও নতুন সিরিয়ালে নয়, বরং স্টার জলসার পর্দায় পুনরায় সম্প্রচারিত হবে ‘মোহর’ ধারাবাহিক। আর এই পুনঃসম্প্রচার ধারাবাহিকের হাত ধরেই আবার পর্দায় দর্শক পাবেন প্রতীক আর সোনামণির মিষ্টি জুটিকে। এই খবরে বেজায় খুশি হয়েছেন ভক্তরা।