বলি পাড়ায় খুশির খবর, মা হলেন বলি টেলিভিশন অভিনেতা শোয়েব ইব্রাহিমের বোন সাবা ইব্রাহিম। তিনি নিজেও একজন জনপ্রিয় ইউটিউবার তারকা। ইউটিউবের দৌলতেই জনপ্রিয় সাবা।
প্রথমবার গর্ভপাতের পর মানসিক ভাবে ভেঙে পরেছিলেন সাবা এবং স্বামী সহ পরিবারের লোকজন। তবে ঈশ্বরের আশীর্বাদে আবার মা হয়েছেন।
গত ২৯ শে জানুয়ারি নিজের ভ্লগেই সুখবর শেয়ার করে নেন সাবা । আর ভ্লগেই মা হওয়ার সুখবর শেয়ার করে নেন। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সাবা। দীপিকা কাক্কারের পর তার ননদেরও কোলে পুত্র সন্তান এলো
View this post on Instagram