সুখবর! অবশেষে বাবা-মা হলেন জনপ্রিয় তারকা দম্পতি, ঘরে এলো নতুন সদস্য

রাজকুমার-পত্রলেখা

অপেক্ষার অবসান! সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় সুখবর ভাগ করে নিলেন রাজকুমার রাও ও পত্রলেখা। জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন রাজকুমার-পত্রলেখা। ১৪ নভেম্বর, সকালেই সন্তানের বাবা-মা হয়েছেন এই দম্পতি।

বিয়ের ৪ বছর পর তারকা দম্পতির ঘরে এল খুদে সদস্য। ৩৫ বছর বয়সেই মা হলেন পত্রলেখা। পুত্র নাকি কন্যা? খবর, ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অভিনেতা-পত্নী। এ দিন তাদের চতুর্থ বিবাহবার্ষিকী।

শনিবার সকালেই রাজকুমার পোস্ট শেয়ার করে লিখেছেন, “ঈশ্বর আমাদের জীবনে এই চিরসুখের উপহার দিয়েছেন। আজ আমাদের চতুর্থ বিবাহবার্ষিকী এবং এই বিশেষ দিনে আমাদের জীবনে এসেছে আমাদের মেয়ে।”

খবরটা সামনে আসতেই দম্পতিকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়েছে নেটপাড়া। রাজকুমার রাও ও পত্রলেখার প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল ২০১০ সালে। দীর্ঘ ১১ বছর প্রেমের পর ২০২১ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

রাজকুমার-পত্রলেখা

Previous articleবিয়ের ১৪ বছর পর এবার শোবিজ দুনিয়ায় পা জিতের বউ মোহনার
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।