অপেক্ষার অবসান! সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় সুখবর ভাগ করে নিলেন রাজকুমার রাও ও পত্রলেখা। জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন রাজকুমার-পত্রলেখা। ১৪ নভেম্বর, সকালেই সন্তানের বাবা-মা হয়েছেন এই দম্পতি।
বিয়ের ৪ বছর পর তারকা দম্পতির ঘরে এল খুদে সদস্য। ৩৫ বছর বয়সেই মা হলেন পত্রলেখা। পুত্র নাকি কন্যা? খবর, ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অভিনেতা-পত্নী। এ দিন তাদের চতুর্থ বিবাহবার্ষিকী।
শনিবার সকালেই রাজকুমার পোস্ট শেয়ার করে লিখেছেন, “ঈশ্বর আমাদের জীবনে এই চিরসুখের উপহার দিয়েছেন। আজ আমাদের চতুর্থ বিবাহবার্ষিকী এবং এই বিশেষ দিনে আমাদের জীবনে এসেছে আমাদের মেয়ে।”
খবরটা সামনে আসতেই দম্পতিকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়েছে নেটপাড়া। রাজকুমার রাও ও পত্রলেখার প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল ২০১০ সালে। দীর্ঘ ১১ বছর প্রেমের পর ২০২১ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।


