‘সুখবর আসছে…বাবা-মা খুব খুশি’, এবার সত্যি কি মা হতে চলেছেন মধুবনী?

মধুবনী

অভিনেত্রী মধুবনী গোস্বামী এবং রাজা গোস্বামী অভিনয় জগতের পাশাপাশি পরিচিতি লাভ করেছেন ব্লগারের তালিকায়। সন্তান কেশবের জন্মের পর থেকে অভিনয় জগত থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় ভীষণ একটিভ থাকেন।

অভিনেত্রীর নিজস্ব পার্লার এবং ব্যাগের ব্যবসা রয়েছে। সন্তান আর নিজের ব্যবসা নিয়েই চূড়ান্ত ব্যস্ত মধুবনী। শত ব্যস্ততার মাঝেও ফেসবুকে নিজের নিয়মিত আপডেট তুলে ধরেন।

তবে সম্প্রতি অভিনেত্রী একটি সুখবর শেয়ার করলেন। রাজা আর মধুবনী একসঙ্গে জানান সুখবর আসছে। যদিও সেই সুখবরটি তিন দিন পর জানাবেন। তবে দম্পতির কথাবার্তায় নেটিজেনরা ইঙ্গিত করছেন খুব সম্ভবত এবার মা হতে চলেছেন মধুবনী।

ব্লগে তাদের বলতে শোনা যায়, আগামী তিন দিনের মধ্যে তোমাদের একটা সুখবর দেব। এই খবরটা জানতে পেরে আমি সারারাত ঘুমোইনি। আমরা ভীষণ ভীষণ খুশি। তবে সব থেকে খুশী আমার বাবা মা। আর কেশব ভীষণ খুশি।’

রাজার পাশে লাজুক মুখে দেখা যায় মধুবনীকে। এমনকি ভিডিও চলাকালীন মধুবনীকে লাফাতে বারনও করছিলেন রাজা। আর তা দেখেই অনেকে আন্দাজ করছে এবার হয়তো অভিনেত্রী সত্যি গর্ভবতী। তবে এবার দেখার বিষয় কোন সুখবর দিতে চলেছেন রাজা-মধুবনী।