অপেক্ষার অবসান, Kawasaki Ninja 300 লঞ্চ করল ভারতে। বাইক প্রেমীদের জন্য সুখবর। গত ডিসেম্বরে প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা যায়, কাওয়াসাকি পূর্ববর্তী মডেলের তুলনায় নিনজা ৩০০ বিএস-৬ একটু সস্তায় লঞ্চ হবে। তবে সেই প্রত্যাশা বৃথা। বরং পূর্ববর্তী মডেলের তুলনায় ব্যয়বহুল নতুন Kawasaki Ninja 300।
নতুন Kawasaki Ninja 300 মডেলটির দাম ৩.১৮ লাখ। যা আগের তুলনায় ২০,০০০ টাকা বেশি। ইতিমধ্যেই কাওয়াসাকি ডিলারশিপ তাদের বুকিং শুরু করে দিয়েছে এবং খুব শীঘ্রই ডেলিভারি শুরু করা হবে।
কাওয়াসাকি বাইক নতুন মডেলটি তিনটি পেইন্ট স্কিমে পাওয়া যাবে – লাইম গ্রিন, এবোনি ডুয়েল-টোন এবং ব্ল্যাক পেইন্ট।
রঙ ছাড়া কোন আলাদা ফিচারস নেই এই নতুন মডেলে। একইরকম নকশা রয়েছে। আগের মতোই এটি সামনের দিকে টুইন হেডলাইট, ৬ স্পিড গিয়ারবক্স সহ ইঞ্জিনের সাথে থাকবে অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ।
২৯৬ সিসি প্যারালেল টুইন ইঞ্জিন আগের মতোই ৩৯ পিএস পাওয়ার এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন করবে। ডুয়াল চ্যানেল এবিএসের সাথে বাইকের সামনের চাকায় ২৯০ মিমি ডিস্ক ব্রেক ও পেছনের চাকায় ২২০ মিমি ডিস্ক ব্রেক রয়েছে।
নির্গমন আপডেট হওয়া সত্ত্বেও মোটরসাইকেলের সামগ্রিক আউটপুট পরিসংখ্যানগুলিতে কোনও পরিবর্তন হয়নি।