সুখবর! ফের মা হতে চলেছেন এই জনপ্রিয় অভিনেত্রী

অভিনেত্রী গওহর খান

বলিউড টিভি অভিনেত্রী গওহর খান আবার মা হতে চলেছেন। দ্বিতীয়বার প্রেগন্যান্ট গওহর। স্বামী কোরিওগ্রাফার জায়েদ দরবারের সাথে দ্বিতীয় প্রেগন্যান্সির সুখবর ঘোষণা করে নেন।

এই তারকা দম্পতি নিজেদের অফিশিয়াল একাউন্টে একটি ভিডিও পোস্ট করে মা হওয়ার সুখবর দেন গওহর। অভিনেত্রী লেখেন, ‘বিসমিল্লাহ 👶 !! আপনাদের প্রার্থনা এবং ভালোবাসা প্রয়োজন ❤️ ভালোবাসা ছড়িয়ে দিয়ে বিশ্বকে নাচিয়ে তুলুন 🫶🏻 #GazaBaby2 #allahummabaarikfiihi’।

অভিনেত্রী গওহর খান

২০২০ সালে ২৫ ডিসেম্বর গওহর এবং জায়েদ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০২৩ সালের মে মাসে তাদের পুত্র সন্তানের জন্ম হয়। খুব শীঘ্রই আসতে চলেছে এবার তাদের দ্বিতীয় সন্তান।

 

View this post on Instagram

 

A post shared by Gauahar Khan (@gauaharkhan)