ফের সুখবর! শাশুড়ি বৌমার কুটকাচালি না দেখিয়েও আবার বাজিমাত করল ‘জগদ্ধাত্রী’

জগদ্ধাত্রী

আজ বাংলা ধারাবাহিকের টিআরপি’র প্রকাশ পাওয়ার দিন। এই দিনে একটু চিন্তায় থাকেন ধারাবাহিকের কলাকুশলীরা। কারণ একটি ধারাবাহিকের টিকে থাকা নির্ভর করে টিআরপির অপর। এছাড়াও নিয়ম অনুযায়ী, যেকোনো ধারাবাহিককে দীর্ঘদিন টিকতে হলে স্লট লিডার হতে হবে।

আজ টিআরপির তালিকায় আবারও বাজিমাত করল জি-বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক। এই নিয়ে সপ্তম বারের মতো বেঙ্গল টপার অঙ্কিতা মল্লিকের ধারাবাহিক। বলা হয়ে থাকে, যেই ধারাবাহিকে শাশুড়ি বৌমার কুটকাচালি, পরকীয়া দেখানো হয় আজকাল দর্শক নাকি সেই ধারাবাহিক বেশি দেখেন। এবার সেই চিন্তাধারাকে আবারও ভুল প্রমাণ করল ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক।

শাশুড়ি বৌমার কুটকাচালি না দেখিয়েও শুধুমাত্র টানটান পর্ব এবং সাসপেন্স দিয়ে কীভাবে দর্শককে ধরে রাখতে হয় তা শেখা উচিত এই ধারাবাহিক থেকেই। টিভির পর্দায় খুব বেশিদিন হয়নি এই ধারাবাহিকটি এসেছে। ইতিমধ্যেই দর্শকের মনে পাকাপাকি জায়গা দখল করে নিয়েছে। বলাই বাহুল্য, ‘জগদ্ধাত্রী’কে টেক্কা দেওয়া অন্যান্য ধারাবাহিকের পক্ষে অত সহজ নয়। ৮.৯ রেটিং নিয়ে আবারও সেরা সেরা শিরোপা পেল জি-বাংলার এই ধারবাহিক। ‘জগদ্ধাত্রী’র জয়ে খুশি দর্শকও।

প্রথম –  জগদ্ধাত্রী (৮.৯)

দ্বিতীয় – অনুরাগের ছোঁয়া (৮.৪)

তৃতীয় – গৌরী এলো (৮.১)

চতুর্থ – খেলনা বাড়ি (৮.০)

পঞ্চম – নিম ফুলের মধু (৭.৭)

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here