বিয়ের তিন বছর পর সুখবর! নীল-তৃণার জীবনে নতুন অতিথি

নীল-তৃণা

নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা,টলিউড ইন্ডাস্ট্রির হিট জুটি গুলির মধ্যে অন্যতম। দীর্ঘ দিনের সম্পর্কের পর ২০২১ সালে সংসার শুরু করেন নীল-তৃণা। অনস্ক্রিন হোক কিংবা অফস্ক্রিন তাদের রসায়ণও দেখার মতো।

সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক জনপ্রিয় এই জুটি। মাঝেমধ্যেই তাদের বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ভিডিও, নাচের ভিডিও, রিল ভিডিও দেখা যায়। বিয়ের তিন বছর পরেও জীবনে নতুন সদস্য আসে নি? এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে বারংবার। তবে চলতি বছরে সুখবর দিতে চলেছেন নীল-তৃণা। অনুরাগীদের জন্য নয়া উপহার আনছেন তারা।

অবশেষে নিজেদের নতুন ফ্ল্যাট কিনেছেন নীল তৃণা। সোশ্যাল মিডিয়া সেইভাবে কোন ছবি পোস্ট না করলেও নীল তৃণার আত্মীয়-স্বজনরা তাদের নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশের বেশকিছু ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর সেখান থেকেই জানা যায় আরও একবার নতুন ভাবে সংসার সাজাতে চলেছেন এই জুটি।