ফের বাংলা বিনোদন জগতে খুশির খবর। বাবা হতে চলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ২০২৫ সালেই ঘরে আসছে নতুন সদস্য। গতকাল চারপেয় সন্তান ঘরে নিয়ে আসার সুখবর জানিয়েছিলেন।
এবার সত্যি সত্যি বাবা-মা হওয়ার সুখবর দিলেন পরম-প্রিয়া। ২০২৩ সালে নভেম্বর মাসে গোপনে বিয়ে সারেন তারা। ২ বছর পরেই খুশির খবর দিলেন এই তারকা দম্পতি।
ভ্যালেন্টাইন ডে’র ঠিক পরের দিন পরম-প্রিয়া সন্তান আসার সুখবর ভাগ করে নিলেন। শনিবার সকাল সকাল সন্তান আসার খুশির খবর ভাগ করে নিলেন। ‘বেবি অন দ্যা ওয়ে’-কার্ড শেয়ার করে নেন পরম পত্নী প্রিয়া। সেই খবরে চমকে ওঠে সকলে। পরম প্রিয়াকে শুভেচ্ছা জানান নেটিজেনরা।