সদ্য অনুষ্ঠিত হল জি-বাংলার সোনার সংসার। এই বছর বেশির ভাগ অ্যাওয়ার্ড রয়েছে জগদ্ধাত্রী ধারাবাহিকের থলেতে। সেরা নায়িকা থেকে সেরা পরিবার বেশিরভাগ পুরস্কার ছিনিয়ে নিয়েছে বাংলার টপার ধারাবাহিক।
এদিকে ২০২৪ সালে ‘প্রিয় মেয়ে’র পুরস্কার জিতলেন অভিনেত্রী তিতিক্ষা দাস। মেঘ চরিত্রের জন্যই তাকে এই সম্মান দেওয়া হয়েছে। ‘প্রিয় মেয়ে’ হিসাবে এই পুরস্কারের একমাত্র দাবিদার মেঘ সেটা বলার অপেক্ষা রাখে না।
‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকের হাত ধরেই বিরাট জনপ্রিয়তা পেয়েছেন তিতিক্ষা। মেঘ চরিত্রটি রাতারাতি পাল্টে দিয়েছে অভিনেত্রীর জীবন। এই চরিত্রে তিতিক্ষার সাবলীল অভিনয় খুব অল্প সময়ের মধ্যেই দর্শকের মন জিতে নিয়েছে।
মেঘ যেমন একজন ভালো বউ, ঠিক তেমনি বাবা-মায়ের একজন আদর্শ মেয়ে। বাবা-মায়ের জন্য নিজের ভালোবাসার মানুষকেও ছাড়তে রাজী ছিল সে। এমনকি বাবা-মার সম্মান যাতে নষ্ট না হয়, এমন কাজ সে কখনো করেনি। বরং তার বোন দিনের পর দিন অন্যায় করে বাবা-মায়ের মুখ ডুবিয়েছে। তাই ‘প্রিয় মেয়ে’ পুরস্কারটি একমাত্র যোগ্য মেঘ, এমনটাই মত দর্শকের।