স্টার জলসায় খুব বেশিদিন হয়নি শুরু হয়েছে ‘গোধূলি আলাপ’। এই ধারাবাহিকের মাধ্যমেই ১১ বছর পর ছোটপর্দায় ফিরছেন অভিনেতা কৌশিক সেন। তার বিপরীতে রয়েছেন নবাগতা অভিনেত্রী সোমু সরকার। অল্প কিছুদিনে মধ্যেই ধারাবাহিকটি টিভির পর্দায় হিট। প্রশংসিত হচ্ছে দর্শকমহলে।
এই সপ্তাহে TRP-র তালিকায় বাজিমাত করেছে ‘গোধূলি আলাপ’ ধারাবাহিক। ‘স্লট লিডার’ রাজ চক্রবর্তীর এই নতুন ধারাবাহিক। অর্থাৎ ‘গোধূলি আলাপ’-এর সময় সম্প্রচারিত হওয়া ধারাবাহিকগুলির মধ্যে এটি প্রথমে রয়েছে। এত অল্পসময়ে এত জনপ্রিয়তা। কি বলছেন অভিনেতা?
কৌশিক সেনের মতে, “সম্প্রচারের জন্য আরও ভালো স্লট পেলে আরও সফল হত। গোধূলি আলাপ টিভির পর্দায় সম্প্রচারিত হয় সন্ধ্যে ৬ টায়। যেটা একদমই সঠিক সময় নয়। কারণ দর্শক সিরিয়াল দেখা শুরু করেন সম্ভবত সন্ধে সাতটা থেকে। তার আগে বেশিরভাগ মানুষ বাইরে থাকেন আর বেশিরভাগ মহিলারা বাড়ির কাজে ব্যস্ত থাকেন। মনে হয় আরও একটু ভালো স্লট পেলে, এই ধারাবাহিক আরও সফল হতো”।
ভবিষ্যতে এই ধারাবাহিক নিয়ে আশাবাদী অভিনেতা। তার মতে, “যেকোনো জিনিস সফলতা আসতে একটু সময় লাগে। পরবর্তীকালে জনপ্রিয়তা আরও বাড়বে”। বিপরীতে নবাগতা অভিনেত্রী সোমু সরকারের প্রশংসা জানাতে ভোলেন নি তিনি। তিনি জানায়, “সোমু খুব মন দিয়ে অভিনয় করে। হাসিঠাট্টার মধ্যে থাকে না। এমনকি সবজান্তা ভাব নেই। ওকে অভিনয় নিয়ে পরামর্শ দিতে খুব সুবিধে হয়”।