জি-বাংলার সঙ্গে স্টার জলসার লড়াই! কার চ্যানেলের ধারাবাহিক হবে স্লট লিডার? এই নিয়ে প্রতিনিয়ত চলে চ্যানেল থেকে ফ্যান পেজে টক্কর। চলতি মাসে জি-বাংলার কিছু ধারাবাহিকের সময় পরিবর্তন হয়েছে। কারণ একটি সিরিয়ালের ভাগ্য নির্ধারণ হয় টিআরপির ওপর। প্রতিদ্বন্দ্বী চ্যানেলের ধারাবাহিককে টেক্কা দেওয়ার জন্যই মাঝেমধ্যে সময় পরিবর্তন করা হয়।
জি-বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘পিলু’। শুরুর প্রথম থেকেই দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছে পিলু ও আহিরের কাহিনী। টিআরপি’তে ভালো জনপ্রিয়তা অর্জন করছিল এই ধারাবাহিক। কিন্তু এক মাস আগে সময় পরিবর্তন করায় বিপত্তি।
সন্ধ্যে সাড়ে ছটার থেকে সরিয়ে সন্ধ্যা ছটায় পাঠানো হয় ‘পিলু’কে। যেখানে ওই সময় বিপরীত চ্যানেল স্টার জলসায় সম্প্রচারিত হয় ‘গোধূলি আলাপ’। যেখানে কৌশিক সেন, সোহাগ সেনের মতো তাবড় তাবড় অভিনেতারা রয়েছেন। পিলু ধারাবাহিক অনেক আগে শুরু হলেও ‘গোধূলি আলাপ’কে নতুন ধারাবাহিকই বলা চলে।
‘গোধূলি আলাপ’-এর চাহিদা এখন তুঙ্গে। অরিন্দম এবং নোলকের অসমবয়সী মিষ্টি প্রেমের কাহিনীতে মজে রয়েছে দর্শক। এক্ষেত্রে এই ধারাবাহিকের সঙ্গে টক্কর দিতে বিপাকে পড়তে হচ্ছে আরেক জনপ্রিয় ধারাবাহিক ‘পিলু’। কারণ এসপ্তাহে টিআরপির তালিকায় পিলু পেয়েছে ৩.৮ এবং গোধূলি আলাপ পেয়েছে ৩.৭। মাত্র ০.১ পয়েন্টের ব্যবধান রয়েছে এই দুই ধারাবাহিক। ‘গোধূলি আলাপের’ গল্পকে যেভাবে দর্শক ভালোবাসা দিচ্ছেন, হয়তো আগামী দিনে পিলু’কে টক্কর দিয়ে স্লট লিডার হতে পারে নোলক-অরিন্দমের জুটি। এমনই দাবি জানাচ্ছেন দর্শক।