টিভিতে টিআরপি না পেলেও হটস্টারে ‘গোধূলি আলাপ’ হিট! জনপ্রিয়তা থাকা সত্ত্বেও সময় পরিবর্তন, কেন কমছে ধারাবাহিকের দিনসংখ্যা?

গোধূলি আলাপ

স্টার জলসায় অসমবয়সী গল্প নিয়ে টিভির পর্দায় হাজির হয়েছিলেন অভিনেতা কৌশিক সেন এবং নবাগতা অভিনেত্রী সোমু সরকার। শুরু থেকেই তাদের দুজনের অভিনয় দেখে মুগ্ধ দর্শক। সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায় চোখে পড়েছিল ‘গোধূলি আলাপ’ ধারাবাহিকের প্রশংসা। কিন্তু সঠিক স্লট না পাওয়ায় তেমন টিআরপি পেল না ধারাবাহিকটি।

টিভির পর্দায় টিআরপি না পেলেও কিন্তু হটস্টারে ‘গোধূলি আলাপ’ হিট। হটস্টারে নোলক-অরিন্দম জুটির রয়েছে অসংখ্য দর্শক। সেখানে ব্যাপক জনপ্রিয়তা। তবুও কেন ধারাবাহিকের সময় পরিবর্তন হল? কেন কমল ‘গোধূলি আলাপ’-এর দিনসংখ্যা।

এই বিষয়ে আনন্দবাজার অনলাইনের কাছে অভিনেতা কৌশিক সেন জানিয়েছেন, “প্রথম থেকেই গোধূলি আলাপ সময় নিয়ে চ্যালেঞ্জের মুখে ছিল। কারণ সন্ধে ৬টাও দর্শকোপযোগী সময় নয়। সংসারের ব্যস্ততা কাটিয়ে অনেকেই সেই সময়টা টিভিতে চোখ রাখতে পারেন না। এরপরেও আলাদা করে এই ধারাবাহিকের অনুরাগী তৈরি হয়েছে এটাই বড় পাওনা”।

অন্যদিকে পরিচালক রাজ চক্রবর্তীর মতে, “রাত সাড়ে ১০টা অনেক ভালো সময়। সকলে নিজেদের কাজ শেষ করে ধারাবাহিককে মন দিতে পারবেন। আর দিনসংখ্যা কমছে কারণ রাতের দিকে যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হয় সেগুলি সপ্তাহে পাঁচ দিনই হয়”।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here