বিরাট সুখবর! গোবরডাঙার গায়িকা অঙ্কিতার মুকুটে জুড়ল নতুন পালক

অঙ্কিতা ভট্টাচার্য

টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো সারেগামাপার প্রতিযোগী অঙ্কিতা ভট্টাচার্য। এই রিয়েলিটি শোয়ের বিজয়ের শিরোপা মাথায় ওঠার পরই পেয়েছেন খ্যাতি, সেইসাথে মিলেছে সাফল্যও। যার গানে মুগ্ধ আট থেকে আশি সকলেই। মঞ্চে নানা ধরণের গান গেয়ে নজর কেড়েছেন মানুষের। এত কম বয়সে এমন পারফরম্যান্স সত্যি ভাবা যায় না। টলিউডের বেশ কিছু ছবিতে প্লেব্যাকও করেছেন অঙ্কিতা।

তবে সাফল্যের শীর্ষে পৌঁছেও খুব সাদামাটা ভাবে জীবনযাপন করেন। বিদেশে ঘুরে ঘুরে একাধিক শো করলেও নিজের মাটিকেই আঁকড়ে বাঁচতে ভালোবাসেন তিনি। তবে এবার গায়িকার মুকুটে জুড়ল নতুন পালক। অনেকেই হয়তো জানেন অঙ্কিতার একটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে।

গানের জগতের পর একজন ইউটিউবার হিসাবেও বিরাট সাফল্য পেল অঙ্কিতা। ইউটিউব প্ল্যাটফর্ম থেকে গোল্ডেন প্লে বাটন পেলেন। গায়িকার ইউটিউবে সাবস্ক্রাইবার হয়ে দাঁড়াল এক মিলিয়ন। সেই খুশির খবর নিজেই ফেসবুকে জানিয়েছেন অঙ্কিতা।

গায়িকা গোল্ডেন প্লে বাটন হাতে নিয়ে ছবি পোস্ট করে লেখেন, ‘ধন্যবাদ আমার পরিবার আর ইউটিউব পরিবারের সকলকে এইভাবে আমার পাশে থাকার জন্য। আজকে আমার হাতে গোল্ডেন প্লে বাটন, আমার বিশ্বাস হচ্ছে না। ধন্যবাদ আমার পরিবার আর সেই মানুষগুলোকে যারা চিরকাল আমার পাশে ছিল আর থাকবে’।