‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে আর্য-অপর্নাকে নিয়ে বরাবরই দর্শকের উত্তেজনার অন্ত নেই। তবে ধারাবাহিক চলাকালীনই আচমকা অসুস্থ হয়ে পড়েন গল্পের নায়িকা দিতিপ্রিয়া রায়। প্রায়ই নাক থেকে রক্তপাত, সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে তার। তবে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার আগেই অনুরাগীদের ভালবাসার টানে ফের ক্যামেরার মুখোমুখি অপর্ণা ওরফে দিতিপ্রিয়া।
দিন তিনেক ধরে ধারাবাহিকে ফিরেছেন অপর্ণা। কিন্তু পর্দায় আগের মতো ঝলমল করছেন না। একটু যেন ম্লান। ক্লান্ত দেখাচ্ছে নায়িকাকে। সমাজমাধ্যমে এমনটাই বক্তব্য অনুরাগী দর্শকের।
সম্প্রতি একটি পোস্ট শেয়ার করে দিতিপ্রিয়া জানান, “আপনাদের কেউ কেউ জানতে চেয়েছেন, কেন আমায় এত ফ্যাকাশে দেখাচ্ছে? সম্প্রতি আমার অস্ত্রোপচার হয়েছে। নাকের ভিতরে সেলাই এবং সিলাস্টিক শিট নিয়ে শুটিং করছি। এই পরিস্থিতিতে বেশি কথা বারণ। হাসতেও কষ্ট হচ্ছে।”
দিতিপ্রিয়ার এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নায়িকার উদ্দেশ্যে জিতু কমল লেখেন, “দ্রুত সুস্থ হও সহযোদ্ধা”।
জিতু আরও লেখেন, “দু-একদিনের মধ্যেই আমার সহযোদ্ধা ফ্লোরে ফিরে আসবে তার সেই শক্তি নিয়ে, যা দিয়ে এত দিন আপনাদের মনোরঞ্জন করেছে।” দিতিপ্রিয়ার হয়ে অনুরাগীদের অনুরোধ জানিয়ে জিতু লেখেন, “পাশে থাকবেন, ভরসা রাখবেন ওর উপরে।”
জিতুর এই পোস্ট আবারও প্রমাণ করল যে অভিনয়ে মান অভিমান ভুলে সহকর্মীর পাশে দাঁড়ানোটাই একজন অভিনেতার কর্তব্য। জীতুকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।