আজ অর্থাৎ ২৮ শে অক্টোবর অভিনেতা জর্জ বেকারের জন্মদিন। তাকে শেষবারের মতো বড়পর্দায় দেখা গিয়েছিল ‘ভূতের ভবিষ্যৎ’ ছবিতে। এরপর বড়পর্দা এবং রাজনীতির ময়দান থেকে হারিয়ে গেছেন।
জন্মদিন কিভাবে কাটাচ্ছেন অভিনেতা? আনন্দবাজার ডট কমের পক্ষ থেকে খোঁজ নেওয়া হয়েছিল বর্ষীয়ান অভিনেতার সাথে। আনন্দবাজারকে তিনি জানিয়েছেন, “এখন আমি নিউটাউনে থাকি। বাড়ির বেসমেন্টে পড়ে গিয়েছিলাম। তার পরেই ঘটে অঘটন। হাতে ভারী জিনিস ছিল। পাঁজরের দুটো হাড় ভেঙে গিয়েছে। তাই যন্ত্রণায় আছি। এই জন্মদিনে ভয়ে ভয়েই আছি।”
তিনি কি আর অভিনয়ে ফিরবেন না? উত্তরে বর্ষীয়ান অভিনেতার স্পষ্ট জবাব, “আমি আর অভিনয় করতে আগ্রহী নই। মনে হয়, ইন্ডাস্ট্রিও আমায় নিয়ে খুব বেশি আগ্রহী নয়। কেউ সে ভাবে খোঁজও রাখেন না। তবে ভাল কোনও সুযোগ এলে নিশ্চয়ই করব।”

