নতুন পথচলা শুরু গীতশ্রী’র! অভিনয়ের পর নতুন পেশায় অভিনেত্রী

গীতশ্রী রায়

জি বাংলার ‘রাশি’ ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় পা রাখেন অভিনেত্রী গীতশ্রী রায়। তারপর একে একে বহু মেগায় নজর কেড়েছেন অভিনেত্রী। বর্তমানে তাকে ‘শুভ বিবাহ’ ধারাবাহিকে হানিফ বাফনার দিদি ‘জ্যোৎস্না’র চরিত্রে দেখা যাচ্ছে। এই সবের মাঝেই নতুন যাত্রা শুরু গীতশ্রীর।

শোনা গিয়েছে চলতি বছরেই ফুটবলার প্রবীর দাসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নায়িকা। তার আগেই নতুন শুরুর খবর দিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি এবার নায়িকা নতুন ব্যবসা শুরু করেছেন। নতুন ফ্যামিলি স্যালোঁন খুলেছেন তিনি।

যৌথ ভাবে এই ব্যবসায় রয়েছেন গীতশ্রীর সহকর্মী তথা বন্ধু অর্পিতা সরকার। নতুন ব্যবসা প্রসঙ্গে ‘এই সময় অনলাইন’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘হঠাৎ করেই সবটা প্ল্যান হয়েছে। আমার সহকর্মী, বন্ধু, বোন অর্পিতার জন্যই এই উদ্যোগ।’

গীতশ্রী আরও বলেন, ‘যদিও আমার কাছে বাহ্যিক সৌন্দর্যের থেকে ভিতরের সৌন্দর্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে নিজেকে সবরকম ভাবে সুন্দর রাখাটাও ভীষণ প্রয়োজন। আসলে একটা মানুষের মন থেকে খুশি থাকাটা দরকার। চেষ্টা করব সেটায় যেন সফল হতে পারি।’