৩০-শে পা দিলেন গীতশ্রী রায়, জন্মদিন কীভাবে পালন করছেন ‘মন ফাগুনের’ অভিনেত্রী?

অভিনেত্রী গীতশ্রী রায়

৩০- এ পা দিলেন ‘মন ফাগুন’-এর রুশা ওরফে অভিনেত্রী গীতশ্রী রায়। একসময় ‘রাশি’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন এই অভিনেত্রী। দীর্ঘদিন পর ‘মন ফাগুন’-এর হাত ধরে ছোটপর্দায় কামব্যাক। এই ধারাবাহিকেও ঋষির দিদির চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছেন গীতশ্রী।

আজ গীতশ্রী জন্মদিন। এই বিশেষ দিনটি পরিবার এবং বন্ধুদের সাথে সেলিব্রেট করছেন অভিনেত্রী। হয়তো অনেকেই জানেন মন ফাগুনের পিহু ওরফে সৃজলা গুহ আর গীতশ্রী একে অপরের প্রিয় বন্ধু মাঝেমধ্যেই তাঁদের কলকাতায় বিভিন্ন জায়গায় একসাথে দেখা যায়।

গতকাল থেকে প্রি-বার্থ ডে সেলিব্রেশন শুরু হয়ে গেছে। কলকাতার এক প্রিমিয়াম হোটেলে আয়োজন হয়েছিল বার্থ ডে পার্টি। সেখানে উপস্থিত ছিলেন বন্ধ-বান্ধব এবং কিছু কাছের মানুষ। সেই পার্টিতে ছিলেন অভিনেত্রী সৃজলা গুহ, রুকমা রায় এবং শ্রীতমা রায় চৌধুরী।

গীতশ্রী এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জন্মদিন উপলক্ষে ‘মন ফাগুন’-এর শুটিং থেকে ছুটি নিয়েছিলেন আর পরিবারের সাথে বাড়িতে সময় উপভোগ করছেন। জন্মদিনের মধ্যরাত থেকেই ইন্ডাস্ট্রির বন্ধু-বান্ধব এবং মন ফাগুনের সহ-কর্মীদের কাছ থেকে উষ্ণ শুভেচ্ছা বার্তা পেয়েছেন।

অভিনেত্রী গীতশ্রী রায়

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here