সমুদ্রে ডুবে মারা যাবে গীতা, ‘গীতা LLB’ ধারাবাহিকে নতুন চমক

গীতা LLB

গীতা LLB (Gita LLB) স্টার জলসার এমন একটি সিরিয়াল যা দর্শকদের মনে জায়গা করে নিয়েছে খুব অল্প সময়ের মধ্যে। বিপরীত প্রতিদ্বন্দ্বী ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’কে ছাপিয়ে যাচ্ছে। সিরিজের প্রতিটি পর্বের নিত্য নতুন চমকের দর্শকদের চোখের পলকও ফেলতে দিচ্ছে না।

বর্তমানে গীতার এলএলবি-র প্রত্যেকটি এপিসোড অ্যাকশনে পূর্ণ। তবে এবার ধারাবাহিক নিতে নতুন এক মোড়। মারা যাবে গীতা? ধারাবাহিকের বর্তমান এপিসোডগুলি তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। উকিল অগ্নিজিৎ মুখার্জী, কিরণকান্তি ব্যানার্জী এবং ভজন মিত্তির মিলে গীতাকে মারার প্ল্যান করেন।

গীতা এবং স্বস্তিকের বিয়ের কথা বলে অগ্নিজিৎ মুখোপাধ্যায় এবং ভজন মিত্তি সকলকে সমুদ্রে নিয়ে এসেছেন। ডাবের জলে ঘুমের ঔষধ মিশিয়ে স্বস্তিকে খাইয়ে অজ্ঞান করিয়ে দেন ভজন।

ধারাবাহিকের আসন্ন পর্বে দেখা যাবে, স্বস্তিকে অজ্ঞান অবস্থায় গাড়ি করে পাঠিয়ে দেন ভজন। অন্যদিকে ভজনের ভাড়া করা গাড়িতে সৈকতে আসে গীতা  কিন্তু সেখানে পৌঁছতেই ভজনের ভাড়াটে গুন্ডাদের দ্বারা আক্রান্ত হন গীতা। তাদের একজন গীতার পিঠে আঘাত করে এবং গীতা সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। ভজনের সঙ্গীরা গীতাকে সমুদ্রে ভাসিয়ে রেখে যায়। গীতার দেহ সমুদ্রে ডুবে যায়। তাহলে কি মারা যাবে গীতা?