প্রকাশ পেল বাংলা ধারাবাহিকের টিআরপি। চলতি সপ্তাহেও সকলকে হারিয়ে বাংলার টপার আজকের নায়ক পরশুরাম। এদিকে ফের দ্বিতীয় স্থান ফিরে পেল পরিণীতা ধারাবাহিক। গত সপ্তাহে তৃতীয় স্থানে নেমে গিয়েছিল এই মেগা। তবে চলতি সপ্তাহে জগদ্ধাত্রীর সঙ্গে যুগ্ম ভাবে দ্বিতীয় স্থান দখল পরিণীতার।
এদিকে রাঙামতি তীরন্দাজ ধারাবাহিক তৃতীয় স্থানে উঠে এলো। পঞ্চম স্থান ধরে রেখেছে গৃহপ্রবেশ ধারাবাহিক। চলতি সপ্তাহে গীতাএলএলবিকে হারিয়ে স্লট লিড করল চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক।
চলতি সপ্তাহে ৬.৪ রেটিং প্রথম স্থানে রয়েছে আজকের নায়ক পরশুরাম, ৬.২ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে জগদ্ধাত্রী আর পরিণীতা। তৃতীয় স্থানে রয়েছে রাঙামতি তীরন্দাজ, প্রাপ্ত নম্বর ৬.১ আর চতুর্থ স্থানে ৬.০ নম্বর নিয়ে ফুলকি ধারাবাহিক। ৫.৩ রেটিং নিয়ে পঞ্চম স্থানে রয়েছে গৃহপ্রবেশ।
প্রথম – আজকের নায়ক পরশুরাম (৬.৪)
দ্বিতীয় – পরিণীতা, জগদ্ধাত্রী (৬.২)
তৃতীয় – রাঙামতি তীরন্দাজ (৬.১)
চতুর্থ – ফুলকি (৬.০)
পঞ্চম – গৃহপ্রবেশ (৫.৩)
ষষ্ঠ – চিরসখা (৫.১)
সপ্তম – অনুরাগের ছোঁয়া (৫.০)
অষ্টম – চিরদিনই তুমি যে আমার । কথা । কোন গোপনে মন ভেসেছে (৪.৯)
নবম – রোশনাই (৪.১)
দশম – মিত্তির বাড়ি (৩.৮)