সামনে এলো সময়! নতুন ধারাবাহিকের জন্য সরিয়ে দেওয়া হল এই জনপ্রিয় মেগা ধারাবাহিককে, অবাক দর্শক

গীতা এলএলবি

স্টার জলসায় আসছে নতুন মেগা ধারাবাহিক ‘ভোলে বাবা পার কারে গা’। যার হাত ধরে প্রায় বহু বছর পর পর্দায় ফিরছেন অভিনেত্রী মধুমিতা সরকার। বিপরীতে নায়কের চরিত্রে রয়েছেন অভিনেতা নীল ভট্টাচার্য।

ধারাবাহিকের প্রোমো বেশ কিছুদিন আগেই পর্দায় প্রকাশ পেয়েছে। তবে কোন সময়ে আসবে এই মেগা সেই নিয়ে কৌতূহল ছিল দর্শকের মনে। এবার সামনে এলো সময় সম্প্রচার। মধুমিতার নতুন ধারাবাহিক সময় সল্ট দেখে অবাক হচ্ছেন দর্শকেরা।

সকলেই আশা করেছিলেন প্রাইম টাইমে এই ধারাবাহিক আনা হবে। তবে সেটা হচ্ছে না বরং বিকেল ৫.৩০ টার স্লটে ১৫ ই সেপ্টেম্বর থেকে সম্প্রচার হবে এই মেগা। অর্থাৎ ফের কপাল পুড়ল গীতা এলএলবি ধারাবাহিকের।

গীতা এলএলবি

তাহলে কি বন্ধ হয়ে যাবে গীতা? না, খুব সম্ভবত বিকেল ৫ টার স্লটে দেওয়া হবে গীতা এলএলবিকে।