ফের খারাপ খবর! গৌরব-শোলাঙ্কির নতুন ধারাবাহিকের জন্য বন্ধের মুখে স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিক

 

গৌরব-শোলাঙ্কি

স্টুডিয়োপাড়ায় ফের খারাপ খবর! বন্ধের মুখে স্টার জলসার আরও এক জনপ্রিয় ধারাবাহিক। ইতিমধ্যেই গৌরব চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায়ের নতুন ধারাবাহিকের ঘোষণা হতেই কোপ পড়েছে পুরনো মেগার উপর। নতুনদের ভিড়ে হারিয়ে যাচ্ছে পুরনো মেগার স্বাদ।

এমনিতেও বর্তমান ধারাবাহিকের মেয়াদ টেনেটুনে কয়েক মাস তারপরেই বিদায়ের পালা। এবার সেই তালিকায় নাম জুড়ল জনপ্রিয় ধারাবাহিক ‘গীতা এলএলবি’র। স্টুডিয়োপাড়ায় গুঞ্জন, শুটিং সেটের অনেক অভিনেতাই নাকি এই খবরের ব্যাপারে অবগত। ইতিমধ্যেই নাকি শেষ পর্বের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তারা। শোনা যাচ্ছে, পুজোর পরেই নাকি শেষ হবে গীতার গল্প কাহিনি।

অন্যদিকে টিআরপি তালিকায় শুরুতে প্রথম পাঁচে জায়গা করে নিলেও সময়ের সঙ্গে অনেকটাই পিছিয়ে পড়েছে গল্প। বেশ অনেক দিন হল টিআরপির প্রথম পাঁচে নেই ‘গীতা এলএলবি’। বদলে টিআরপিতে রাজ করছে একগুচ্ছ নতুন ধারাবাহিক।

গৌরব-শোলাঙ্কি

যদিও এখনও পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষ বা ধারাবাহিকের প্রযোজনা সংস্থার তরফে কিছু জানানো হয়নি। এমনকি মেগার নায়ক বা নায়িকা কেউই এই বিষয়ে মুখ খোলেননি। ‘গীতা এলএলবি’র জায়গা নেবে কি গৌরব-শোলাঙ্কির নতুন মেগা? তা এখনই বলা যাচ্ছে না।