বড় চমক! ফের পর্দায় জুটিতে ফিরছেন ‘গৌরী এল’ খ্যাত মোহনা-বিশ্বরূপ

মোহনা-বিশ্বরূপ

জি-বাংলার ‘গৌরী এলো’ ধারাবাহিকের কথা মনে আছে? এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী মোহনা মাইতি এবং অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। গৌরী আর ঈশানের জুটি দর্শকমহলে ভালো সাড়া ফেলে।

পর্দায় যারা গৌরী আর ঈশানকে মিস করছেন তাদের জন্য একটি সুখবর রয়েছে। আবার পর্দায় ফিরছে এই জুটি । তবে নতুন কোনও সিরিয়ালে নয়, হিন্দি জি-টিভিতে এবার সম্প্রচার হবে বাংলার ‘গৌরী এলো’ ধারাবাহিকটি। যার নাম ‘দিল কেয়া কারে’।

সোম থেকে শনি দুপুর দেড়’টায় আবার দর্শক দেখতে পারবেন গৌরী-ঈশানকে। আর এই খবরে খুশি হয়েছেন ভক্তরা।