
অভিনয় জীবন এবং শুটিং করে পড়াশুনা চালানো মুখের কথা নয়। বিশেষ করে নায়ক নায়িকাদের। দিনের ১৪ ঘন্টা তাদের শুটিংয়েই কাটে। তাই পড়াশোনা ব্যালেন্স করা খুবই চাপের বিষয়।
কিছুদিন আগেই সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণী পরীক্ষার রেজাল্ট প্রকাশ পেয়েছে। চলতি বছরে সেই পরীক্ষায় বসেছিলেন অভিনেত্রী মোহনা মাইতি। যিনি এই মুহূর্তে তুই আমার হিরো ধারাবাহিকি অভিনয় করছেন মুখ্য চরিত্রে। কেমন হলো মোহনার রেজাল্ট?
এবিষয়ে Hindustan Times Bangla-র কাছে মোহনা জানিয়েছেন, ‘আমি পার্সেন্টেজটা সকলকে জানাতে চাই না। তবে রেজাল্ট ভালো হয়েছে। আমি যতটা ভালো ছাত্রী, যতটা আশা করেছিলাম, ততটা ফল পাইনি। তবে তারপরেও বলব রেজাল্ট ভালো হয়েছে। আমার বাবা-মাও এতে খুশি। ওনারা যদিও আমায় কোনওদিনই চাপ দেননি। আমার যেটা ভালো লাগে, সেটাই করতে দিয়েছেন।’
মোহনা এই সাক্ষাৎকারে আরো জানান, ‘আমি সেন্ট্রাল মডেল স্কুল, ব্যারাকপুর স্কুলের পিওর সাইন্সের ছাত্রী। দশম শ্রেণি থেকে এই স্কুলে পড়ছি। অ্যাটেনডেন্স ছাড়া তো স্কুল পরীক্ষায় বসার অনুমতি দেয় না। সেক্ষেত্রে আমার এই স্কুল খুব সাপোর্ট করেছে। আমি শুধু পরীক্ষার সময় আর নোট নিতেই সেখানে যেতাম।’
‘ভীষণ শ্যুটিংয়ের চাপ। আমি পরীক্ষা দিয়ে এসেও রাতে শ্যুট করেছি। এমনিতে রোজ সারাদিন শ্যুটিং-এর পর রাতে ফিরে পড়তে বসতাম। ভোর ৪-৫টা পর্যন্ত পড়াশোনা চলত। তারপর ঘুমাতাম। কিছুক্ষণ ঘুমিয়ে আবার শ্যুটিং। শ্যুটিংয়ের ফাঁকেও সুযোগ পেলে পড়তাম। তাই সবকিছু মিলেয়ে যা ফল হয়েছে তাতে আমি এবং আমার বাবা-মা সকলেই খুশি।’