এই মুহুর্তে টিভির পর্দায় নতুন নতুন গল্পের সাথে নতুন জুটির অনবদ্য অভিনয় দেখার জন্য মুখিয়ে থাকে দর্শক। এবার পর্দায় একসঙ্গে দেখা যাবে ছোটপর্দার দুই জনপ্রিয় মুখ গৌরব রায় চৌধুরী এবং শ্যামৌপ্তি মুদলি। এছাড়াও নতুন গল্পে থাকবেন টেলিপাড়ার আরও বেশকিছু পরিচিত মুখ।
এর আগে গৌরবকে দেখা গেছিল পূবের ময়না ধারাবাহিকে। অন্যদিকে শ্যামৌপ্তি কে দেখা গেছিল জি বাংলার অমরসঙ্গী ধারাবাহিকে। ভরপুর রহস্যের সঙ্গে জুড়বে মিষ্টি সম্পর্ক। তবে এই অনস্ক্রিন জুটিকে দর্শক কোন ধারাবাহিকে নয় দেখা যাবে জি ফাইভে আসন্ন এক নতুন সিরিজে।
রহস্য-রোমাঞ্চে ভরপুর গল্প যেহেতু দর্শক বেশি পছন্দ করছেন তাই সেই কথা মাথায় রেখেই এই সিরিজের ভাবনা। শ্যামৌপ্তিকে ওটিটির পর্দায় এই প্রথমবার দেখবেন দর্শক। এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি সিরিজের নাম। তবে ইতিমধ্যেই সিরিজের চরিত্র বাছাই পর্ব শেষ হয়েছে। সিরিজের পরিচালনার দায়িত্বে রয়েছেন অভ্রজিৎ সেন।

