স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিকে জুটি বেঁধেছিলেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় ও অভিনেত্রী শোলাঙ্কি রায়। প্রথমবার এই ধারাবাহিকে জুটি বেধেই দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছিল পর্দার ‘ঋদ্ধি-খড়ি’। গৌরব-শোলাঙ্কির জুটিকে আবারও পর্দায় নতুন রূপে দেখার জন্য অপেক্ষায় ছিলেন অনুরাগীরা।
অবশেষে স্টার জলসার হাত ধরেই ফের পর্দায় ফিরলেন গৌরব-শোলাঙ্কি। ইতিমধ্যেই এই ধারাবাহিকের ঘোষণা করেছে চ্যানেল। এবার ‘এলা ও গোরা’র গল্প বলবেন গৌরব-শোলাঙ্কি। ‘এলা’র চরিত্রে শোলাঙ্কি, যার গান, গল্প, কবিতা নিয়েই জগৎ। ভালবাসা দিয়ে সে সবকিছু জয় করতে চায়। যার মধ্যে সব সময় কাজ করে ইতিবাচক সত্তা।
অন্যদিকে, একেবারে ভিন্ন মেরুর মানুষ ‘গোরা’, এই চরিত্রে গৌরব। তার কাছে ভালবাসা মানে সময় নষ্ট। গম্ভীর মেজাজের গোরার সঙ্গে কীভাবে মিলবে এলার পথ? কীভাবে এগোবে দু’জনের গল্প? সেটাই দেখা যাবে এই ধারাবাহিকে।
ধারাবাহিকের ঘোষণা হলেও এখনও পর্যন্ত নাম চূড়ান্ত হয়নি এই ধারাবাহিকের। তবে প্রকাশ্যে এসেছে গোরা ও এলা’র প্রথম ঝলক। ‘গাঁটছড়া’র পর পর্দায় আবারও নতুন রুপে গৌরব-শোলাঙ্কির জুটিকে দেখে দারুণ খুশি অনুরাগীরা। কোন স্লটে আসবে এই ধারাবাহিক? নেটিজেনদের আন্দাজ, ‘কথা’র জায়গায় হয়ত আসতে পারে গৌরব-শোলাঙ্কির নতুন গল্প।