অভিনেতা গৌরব রায়চৌধুরী, ছোটপর্দার দর্শকের কাছে অতি পরিচিত মুখ। তাকে শেষবার পর্দায় দেখা যায় ‘পুবের ময়না’ ধারাবাহিকে। তবে এবার আর মেগা ধারাবাহিকে নয় বরং বড়পর্দায় কাজ করতে চলেছেন তিনি।
একান্নবর্তী র পর আবারও বড়পর্দায় ফেরা গৌরবের। ছবির নাম ‘ভালোবাসার মরশুম’। পরিচালক এমএন রাজের নতুন ছবি এটি। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে গৌরবকে। ছবিতে থাকছেন দুই জনপ্রিয় অভিনেত্রী।
ছবিতে নায়িকা হিসাবে থাকবেন সুস্মিতা চট্টোপাধ্যায়। এছাড়াও দেখা যাবে বাংলাদেশি অভিনেত্রী তানজিন তিশাকে। এই ছবির হাত ধরে প্রথমবার বাংলা ছবিতে কাজ করতে চলেছেন শরমন জোশী। প্রেম-বন্ধুত্ব, সম্পর্কের গল্প তুলে ধরে ‘ভালোবাসার মরশুম’। ছবির শুভ মহরৎ শুরু।