সদ্যই জি-বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘পুবের ময়না’। আর এই ধারাবাহিকেই নায়কের চরিত্রে রয়েছেন ছোটপর্দার পরিচিত মুখ গৌরব রায় চৌধুরী। যিনি এর আগে ‘রাঙা বউ’ ধারাবাহিকে ‘কুশ’ এর চরিত্রে
দর্শকের মন কেড়েছিলেন।
তবে এবার পর্দায় তিনি ‘রোদ্দুর’ হয়ে ফিরছেন। এর আগের চরিত্র গুলো থেকে সম্পূর্ণ ভিন্ন ধাঁচের চরিত্র নিয়ে কামব্যাক করছেন গৌরব। সম্প্রতি নতুন ধারাবাহিক প্রসঙ্গে ও নিজের সম্পর্কে নানা কথা নিয়ে হিন্দুস্থান টাইমস বাংলার সাথে আড্ডায় বসলেন গৌরব।
গৌরবের কথায় এই সিরিয়ালের সবথেকে বড় বিষয় হল ‘ইমোশন’ মানে আবেগ। এই গল্পটা আসলে দুই বাংলাকে মিলিয়ে দেবে। তবে রোদ্দুর চরিত্রের সঙ্গে কি গৌরবের বাস্তবে কোন মিল আছে? এই প্রসঙ্গে গৌরব জানান, ‘রোদ্দুর পড়াশোনা করতে ভালোবাসে, আমিও তা বাসি। রোদ্দুর ভীষণভাবে ফ্যামিলি ম্যান। আমিও পরিবারকে নিয়েই বাঁচি। তবে রোদ্দুর চরিত্রের মধ্যে অনেক শেড আছে, অনেক আবেগ আছে। আর আমি ভীষণ বাস্তববাদী। আমি মানুষটা আসলে খুব সাধারণ, টাকা বাঁচিয়ে চলতে পছন্দ করি, আমার কাছে ১ টাকার যতটা গুরুত্ব, অনেক টাকারও সেই একই গুরুত্ব।’
গৌরব আরও বলেন, ‘আমি খুব একটা প্রচারে থাকতে পছন্দ করি না। আমি বিশ্বাস করি আমার রোজগার যদি ২টাকাও হয়, সেটাই যেন স্বীকার করতে পারি। শো-অফ করা আমার পছন্দ নয়, আমি খুবই সাধরণ। শুধু অভিনয়ের জন্যই আমি চরিত্র হয়ে উঠি। তখন পরিচালক, প্রযোজক যা বলেন আমি শুনি। তবে শটের সেটে আমি অন্যমানুষ। ১২ বছর আগে আমি যেমন ছিলাম, আমি আজও সেভাবেই বাঁচি।’
স্পষ্ট বক্তা গৌরব মনে করেন, ‘যে মানুষটা ডাল-ভাত খেয়ে দিনের শেষে আমার সিরিয়ালটা দেখছেন, আমাকেও তাঁদের সঙ্গে কানেক্ট করতে হবে তো। শো-অফ করে, নিজেকে বিশাল দেখিয়ে কী করব! আমি নিজের শিকড়কে ভুলি না।’