সুখবর! বিয়ের দু’মাসের মাথায় বাবা হতে চলেছেন বাংলা সিরিয়ালের এই জনপ্রিয় নায়ক

অভিনেতা গৌরব মন্ডল

বাংলা টেলিভিশনে তারকাদের ঘিরে একের পর এক খুশির খবর। এবার বাংলা সিরিয়ালের এক জনপ্রিয় অভিনেতা বাবা হতে চলেছেন। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একাউন্টে সেই খুশির খবর শেয়ার করে নিয়েছেন।

বাবা হতে চলেছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা গৌরব মন্ডল। কনে বউ, নয়নতারা’র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন। যদিও বর্তমানে অভিনয় জগত থেকে অনেকটাই দূরে রয়েছেন। অভিনেত্রী জাসমিন রায়ের সাথে প্রেম ভাঙার পর অভিনেতার জীবনে আসে কৃষ্ণ ভক্ত চিন্তামণি ডায়না। যিনি ওড়িশি নৃত্যশিল্পী। বৃন্দাবনেই তাদের আলাপ।

বাবা-মা ইস্কনের সঙ্গে যুক্ত থাকায় শৈশব থেকেই কৃষ্ণপ্রেমের আবহেই বড় হয়ে উঠেছে সে। ইস্কন থেকে আয়োজিত এক আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় জিতে এদেশে আসে। চিন্তামণি কর্মসূত্রে বৃন্দাবনে থাকায় তাকে বিয়ে করে সেখানেই সংসার পেতেছেন গৌরব।

অভিনেতা গৌরব মন্ডল

সম্প্রতি একটি ভিডিও শেয়ার করে চিন্তামণি তাঁর মা হওয়ার খবর শেয়ার করে নেন। সেই ভিডিও ওড়না দিয়ে তার বেবি বাম্প ঢেকে রাখতে দেখা গেল। সেই ভিডিও শেয়ার করে দম্পতি লেখেন, ‘আজ গৌরবের জন্মদিন। এর থেকে আর ভালো উপহার কৃষ্ণ কী বা দিতে পারে আমাকে, তিনি আমাকে বৃন্দাবনে এক সুন্দর আত্মার সঙ্গে দেখা করিয়ে দিয়েছেন। আর চাই না লুকোতে। আমরা খুব খুশি। আপনাদের অনেক অনেক আশীর্বাদ চাই। জয় শ্রী রাধে শ্যাম।’