টলিপাড়ার জনপ্রিয় মুখ অভিনেতা গৌরব মণ্ডল। যিনি একাধিক বাংলা সিরিয়ালে কাজ করেছেন তবে বিয়ের পর থেকে অভিনয় জগতকে বিদায় জানিয়েছেন। কারণ বিদেশিনী চিন্তামণি ডায়নাকে বিয়ে করার পর বৃন্দাবনেই তার বাস।
চলতি বছরে জুন মাসে কন্যা সন্তান হওয়ার সুখবর ভাগ করে নিয়েছিলেন গৌরব। তবে মেয়েকে সোশ্যাল মিডিয়ার আড়ালেই রেখেছিলেন। তার অনুরাগীরা অপেক্ষা করে ছিলেন গৌরবের মেয়ের ছবি দেখার জন্য।
অবশেষে মেয়ের জন্মের ৩ মাসের মাথায় রাধাঅষ্টমীতে মেয়েকে সকলের সামনে আনলেন গৌরব-চিন্তামণি। চিন্তামণি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন এদিন। সেখানেই তাদের মেয়েকে দেখা যায়। রাধারাণীর মতো সাজিয়েই মেয়েকে সামনে আনলেন তারা।
একরত্তির পরনে গোলাপি রঙের জড়ি পাড়ের শাড়ি, কপালে চন্দন । মা আর বাবার মাঝে শুয়ে খেলা করছে সে। সেই ভিডিও পোস্ট করে চিন্তামণি লেখেন, ‘জয় শ্রী রাধে, শুভ রাধাষ্টমী।
View this post on Instagram