গতকাল অর্থাৎ ৬ ই মার্চ ছিল ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা গৌরব রায় চৌধুরীর মায়ের শুভ জন্মদিন। যিনি বর্তমানে ‘পুবের ময়না’ ধারাবাহিকে অভিনয় করছেন নায়কের চরিত্রে। এর আগে রাঙা বউ ধারাবাহিকে অভিনয় করেছেন।
গৌরব বাংলা টেলিভিশনের অতি জনপ্রিয় মুখ। তাকে পর্দায় দেখতে ভীষণ পছন্দ করেন সিরিয়ালপ্রেমীরা। যাইহোক গতকাল শুটিং ব্যস্ততা সামলে মায়ের জন্মদিন পালন করলেন। কেক কেটে, নিজের হাতে মাকে পায়েস খাইয়ে মা’র জন্মদিন স্পেশাল করে তুললেন অভিনেতা।
মায়ের জন্মদিন কাটানো মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে গৌরব লেখেন, “আমি না হয় পায়েস বানাতে পারিন, ধান দূর্বা দিতে পারি না। তুমি তো এত বছর দিয়ে বড় করলে…এবার যে আমার পালা। এই একটা দিনেই মিষ্টি তোমার জন্য প্রযোজ্য এই একটা দিন না হয় ডায়েট বাদ থাক, পায়েস দূর্বা সুখ আর আমার বয়স সব তোমার লাগুক। সব তোমার হোক…আমার কিছু যে চাই না…পৃথিবীটা তোমার হোক আর আমি তোমার বীরপুরুষ হয়ে নিয়ে যাব দূর দেশে…সব তোমার হোক।”
‘আমি না হয় পায়েস বানাতে পারিন, ধান দূর্বা দিতে পারি না। তুমি তো এত বছর দিয়ে বড় করলে…এবার যে আমার পালা। এই একটা দিনেই মিষ্টি তোমার জন্য প্রযোজ্য এই একটা দিন না হয় ডায়েট বাদ থাক, পায়েস দূর্বা সুখ আর আমার বয়স সব তোমার লাগুক। সব তোমার হোক…আমার কিছু যে চাই না…পৃথিবীটা তোমার হোক আর আমি তোমার বীরপুরুষ হয়ে নিয়ে যাব দূর দেশে…সব তোমার হোক।”
View this post on Instagram