ফের নতুন প্রোজেক্টে ফিরছেন ‘গাটছড়া’ খ্যাত অভিনেত্রী কথা চক্রবর্তী

কথা চক্রবর্তী

গাটছড়া ধারাবাহিকে গঙ্গা চরিত্রে অভিনয় করেই ব্যপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী কথা চক্রবর্তী। গল্পে আয়ুষ্মান ও গঙ্গার জুটি দর্শকের দারুণ পছন্দের। এমনকি সান বাংলার ধারাবাহিক ‘আকাশ কুসুম’-এর নায়িকার চরিত্রেও নজর কেড়েছেন অভিনেত্রী।

‘আকাশ কুসুম’ এ সম্রাট ও কথার জুটিকে দর্শক এতটাই ভালবাসা দিয়েছিলেন যে তাঁদেরকে আবারও নতুনভাবে ফিরিয়েছিল চ্যানেল কর্তৃপক্ষ। ধারাবাহিকের প্রথম সিজন শেষ হতে না হতেই আবারও ফিরেছিল এই জুটি। তবে ওই মেগা শেষ হতে ছোটপর্দায় আর দেখা মেলেনি কথার।

তবে এবার কথা নতুন চরিত্রে ফিরছেন বলে খবর। ধারাবাহিক কিংবা সিনেমা নয়, কথাকে দেখা যেতে চলেছে একটি মাইক্রো সিরিজে। এই মাইক্রো ড্রামায় জুটি বাঁধছেন রোহন ভট্টাচার্য ও অঙ্গনা রায়। গল্পে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কথাকে।

নতুন কাজ নিয়ে আজকাল ডট ইন-কে কথা চক্রবর্তী বলেন, “আমি তো বরাবরই ধারাবাহিকে কাজ করেছি। কিন্তু এবার অন্য মাধ্যমে কাজ করে দারুণ অভিজ্ঞতা হল। এবার চাই আরও নতুন ধরনের কাজ করতে। ধারাবাহিকেও ফেরার ইচ্ছা আছে।”

জানা যাচ্ছে, ইতিমধ্যেই হয়ে গিয়েছে সিরিজের শুটিং। আগামী বছর অর্থাৎ ২০২৬-এর শুরুতেই মুক্তি পাচ্ছে এই গল্প। তবে এখনও পর্যন্ত মাইক্রো সিরিজের নাম চূড়ান্ত হয়নি বলেই খবর।

কথা চক্রবর্তী